রূপগঞ্জ প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার,২৫ অক্টোবর ২০১৮:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল রহমান ভূইয়া বাদল (৪৫) ও তার দুই সহযোগীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল পৌনে তিনটার দিকে কায়েতপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। শফিকুল ও তার দুই সহযোগীকে তুলে নেওয়ার প্রতিবাদে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভুলতায় মহাসড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শফিকুর রহমান ভুঁইয়া বাদল উপজেলার মাঝিনা ইছাখালী এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ঢাকার মগবাজারে থাকতেন। তার চাচা মুহিবুর রহমান ভুঁইয়া জানিয়েছেন, শফিকুর রহমান দুই সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে চড়ে বড়ালুর সাইতান গ্রামে যাচ্ছিলেন। পথে থামিয়ে অপহরণকারীরা তাদের তিন জনকে সাদা মাইক্রোবাসে তোলে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে, অপহরণকারীরা শফিকুলদের তুলে নেওয়ার পর মোটরসাইকেল চালিয়ে নিয়ে গেছে মাইক্রোবাসটির পেছন পেছন।
এদিকে এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের কর্মী-সমর্থকরা। এসময় তারা দ্রুত শফুকিলসহ অন্যদের অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানায় ও দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। তাদের অবস্থানের কারণে দুই মহাসড়কের উভয় দিকে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ কয়েক দফা তাদের মহাসড়ক থেকে তুলে দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। রাত পৌনে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
শফিকুল ও তার সহযোগীদের অপহরণের বিষয়ে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেছেন, ‘কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বাদল স্থানীয় আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) সমর্থক এবং তার রাজনীতির সাথে সম্পৃক্ত। প্রতিপক্ষ গ্রুপ রাজনৈতিকভাবে তাকে শায়েস্তা করতে অপহরণ করেছে।’
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিলের ভাষ্য, ‘বাদল এলাকায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করে আসছিল। পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায়ও সে এগিয়ে যেত। এর প্রতিশোধ নিতেই তাকেসহ দলীয় তিন কর্মীকে অপহরণ করা হয়েছে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল রহমান বাদলসহ তিনজনকে অপহরণের অভিযোগ উঠেছে। আমাদের থানা অথবা জেলা পুলিশের কেউ তাকে তুলে নেয়নি; কে বা কারা তুলে নিয়ে গেছে তা স্পষ্ট নয়। পুলিশ তাদের সন্ধানে অভিযান শুরু করেছে।’