নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,২৬ অক্টোবর ২০১৮:
গাজীপুর নগরীর ভোগড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক বৃদ্ধের মারা গেছে এবং আরো কয়েকজন আহত হয়েছে। নিহতের নাম সবেদ আলী (৭০)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড হয়। সবেদ আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী এলাকার জাফর আলীর ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কলোনির একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ছোট-বড় ৩০টি কক্ষ এবং কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।