নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,২৬ অক্টোবর ২০১৮:
আগামী শনিবার থেকে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির ডিজিটাল প্রচারণা শুরু হবে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটা রিখন্দকার দেলোয়ার জালালী।
জাতীয় পার্টি চেয়ারম্যানের তথ্য, প্রযুক্তি ও রাজনৈতিক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির অনুষ্ঠানের কার্যক্রম সমন্বয় করবেন।
অনুষ্ঠানে বিশেষ আলোচনায় অংশ নেবেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।