নিজস্ব প্রতিবেদক*
নরসিংদী প্রতিদিন,শুক্রবার,২৬ অক্টোবর ২০১৮: নরসিংদীর শিবপুরে যোশর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যোশর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমেদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন স্মৃতি সংসদের সভাপতি মো: দেলোয়ার হোসেন ভূইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হেকিম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্রাম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা যুবলীলের সদস্য মোস্তফা মিয়া প্রমুখ।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনে দলীয় প্রতিক নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।