এম.শরীফ হোসেন★
নরসিংদী প্রতিদিন,শনিবার,২৭ অক্টোবর ২০১৮: নরসিংদী জেলার মাধবদী থানাধীণ আমদিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল ২৬ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকান্ডে ৭ টি দোকান সহ ৩/৪ টি বসত ঘর পুড়ে ধ্বংস হয়ে যায়।
প্রত্যেক্ষদর্শীদের জানায়,মজিবর ফার্মেসি নামক একটি ওষধের দোকান হতে আগ্নিকান্ডের সুত্রপাত হয়।ঘটনার সময় দোকানটি বন্ধ থাকায় তাৎক্ষনিকভাবে অগ্নিপাতের সঠিক কারন জানা না গেলেও ইলেক্ট্রিক শকসার্কিট জনিত কারনে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা হচ্ছে।তারা আরও জানায়, রাত সাড়ে ৯ টার দিকে মুজিবর ফার্মেসির ভিতর হতে হঠাৎ করেই আগুনের ধোঁয়া দেখতে পায়। এ সময় সবাই আতংকিত হয়ে আগুন আগুন বলে চিৎকার করতে থাকেও উপস্থিত লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।
কিন্তুু ফার্মেসিটি বন্ধ থাকায় ভিতরে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।ফলে দোকানের ভিতরে আগুনের তেঁজ বৃদ্ধি পেয়ে দ্রুত তা সাথের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফার্মেসির মালিক দ্রুত এসে পৌঁছালেও ততক্ষনে আগুনের লেলিহান শিখা বাজারের দোকান ছাড়িয়ে সাথে থাকা ৩/৪ টি বসত ঘরে ছড়িয়ে যায়।এতে সুধীর রায়ের শুভ ফার্মেসী,অবিনাশ রায়ের মায়ের দোয়া ফার্মেসী মিলে ৩টি ফার্মেসী,১টি টেইলার্সের দোকান,১টি জুতার দোকান,১টি গজ কাপড়ের দোকান,১টি তেলের দোকান ও ৩/৪টি বসত ঘর পুড়ে ছাড়খার হয়ে যায়।যার আনুমানিক ক্ষতির পরিমান ধারণা করা হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা।
এদিকে,আগুন লাগার এ ঘটনার খবর পেয়ে মাধবদী হতে ফায়ার সার্ভিসের দল ২টি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।