স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,রবিবার,২৮ অক্টোবর ২০১৮:
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’র ৬ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রবিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে হোটেল রেডিসনের শুরু হয়েছে খেলোয়াড় কেনার আসর।
গত আসরের নিয়ম অনুযায়ী এরই মধ্যে বিপিএলের ফ্যাঞ্চাইজিগুলো ৪ জন করে ক্রিকেটারকে ধরে রেখেছে। এছাড়া আরও দুজন করে পছন্দের বিদেশি ক্রিকেটারকে দলে টানার সুযোগ পাবে প্রতিটি ফ্যাঞ্চাইজি। বাকি খেলোয়াড়দের ভাগ্য নির্ধারিত হবে আজকের প্লেয়ার ড্রাফটে।
এবারের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি ক্রিকেটার থাকছেন ইংল্যান্ডের, ৮৬ জন। এর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ জন পাকিস্তানের। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন, শ্রীলঙ্কার ৫৫ জন, আফগানিস্তানের ২ জন, দক্ষিণ আফ্রিকার ১ জন, জিম্বাবুয়ের ১৫ জন ও আয়ারল্যান্ডের ১০ জন ক্রিকেটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে প্লেয়ার ড্রাফটে। বাকি ৪১ জন ক্রিকেটার অন্য সব দেশের।
ড্রাফটে জায়গা পাওয়া এই ৩৭৩ জন ক্রিকেটারকে মোট ৭টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’।
এর মধ্যে এ+ ক্যাটাগরিতে রয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার! ‘এ’ ক্যাটাগরিতে ৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৮৩ জন ও সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার রয়েছেন সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরিতে।