ধর্মঘট
স্বপন দাস বিজয়
ধর্মঘট ডাক দিয়েছে
পরিবহন শ্রমিক ভাই
তাদের দাবি না মানলে
রোডে গাড়ী নাই।
চুপি চুপি কেউ যদি
বের করে গাড়ী
তাহার মুখে কালি নিয়ে
ফিরতে হয় বাড়ী।
আমি স্বপন বসে আছি
রোডে গাড়ী নাই,
কেমনে জানি আজ
বাড়ী ফিরে যাই।
পথ চেয়ে আছে মা
ফিরবো কখন বাড়ী,
আমার জন্য তাহার ঘুম
সব দিয়েছে ছাড়ি।
এডমিন, নরসিংদী প্রতিদিন।