নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,৩০ অক্টোবর ২০১৮:
আগামী ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর ) বিকেলে নগরীর শিববাড়ী এলাকায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
সভায় মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. রাসেল পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভ্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, মহানগর আ.লীগের সভাপতি এহতেশামুল আলম, গৌরীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু কাওসার রন্টি, নগর যুবলীগের সদস্য রাসেল আহমেদ, অ্যাডভোকেট সলিমুল্লাহ রসুল ও আজিজ বিন সোহাগ প্রমুখ।
উপস্থিত ছিলেন, ইফফাত হাসান রিজন, সুমন হোসেন, আমিনুল এহসান বরাত, শেখ মোহাম্মদ আল আমিন, জিয়াউল হক জিয়া, এজিএস জয়, অ্যাডভোকেট রিফাত, রাজীব খান, গোলাম মোস্তফা কামাল শামীম, যুবলীগ নেতা মারুফ হোসেন মুন্না, মাহমুদুল হাসান সম্রাট, পারভেজ আহমেদ, শরীফ হাসান, খায়রুল আলম, মাহমুদুর রহমান রানা, নাজমুল হাসান ঝিনুক, সেলিম সাজ্জাদ, সুমন আহমেদ, দিনারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সেই সঙ্গে তাঁর ১৩৬টি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।