লন্ঠন
এম,শরীফ হোসেন
………………………………..
চলি স্বার্থহীন
বুকে দ্বিধাহীন
উদ্যম ভয়হীন মন নিয়ে।
তুলি কন্ঠস্বর
বলিষ্ট অন্তর
বিশ্বকে দেখি সাদা চোঁখ দিয়ে।
আমি পাথর পাষাণ,
যেথা ভুলের নিশান।
সত্যর পথে সদা আছি অবিচল।
উঠবে আলোর রেখা
মিলবে সূর্য দেখা
আঁধারের বিরুদ্ধে লড়ব অটল।
ভেঙ্গে বন্ধ শিকল
জ্বালি তেজ্বি অনল
প্রতিবাদ করি যত অন্যায়ে,
গুড়াই ত্রাসের ঘর
মিথ্যাকে মারি চর,
কাদাজল ছুড়ে দিই কালির গায়ে।
আমি সুশাসন গড়ি
শোষককে ধরি
ধ্বংস করে দিই কালো হাত,
অত্যাচার অনাচার
যত সব পাপাচার
আঁধারে মিশাই অনিষ্ঠ জাত।
সাদা কালো সব
তুলো কলরব
ভেদাবেদ নাহি চাই হৃদয় মাঝ
নতুনের কেতনে
রবো এক আসনে
ধুলোয় মিশিয়ে দিব পাষানের কাজ।
আমি জালিমের চোঁখে
বাতিলের বুকে
হয়ে রই আতংকের অপর এক নাম,
আমি হারালেও প্রাণ
গাইব প্রতিবাদী গান।
উড়াব সত্যের বিজয় নিশান।
# নরসিংদী প্রতিদিন, এডমিন।