মাহাবুব উল আলম*
ব্যুরো প্রধান,নিউইয়র্ক,নরসিংদী প্রতিদিন: যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক-এর ২০১৯-২০২০ মেয়াদের নতুন কার্যকরী কমিটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল হক । গত ১৪ অক্টোবর জ্যামাইকার চাংপাই চাইনিজ রেষ্টুরেন্টে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সাইফুল ইসলাম ভুঁইয়া ও মোঃ জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
নির্বাচন পরিচলানার লক্ষে কার্যকরী কমিটি তিন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন যথারীতি নির্বাচনী তফসিল ঘোষণা করে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির সদস্যগণ মনোয়নপত্র ক্রয় ও জমাপ্রদান করেন এবং সমিতির একতা ও সৌহার্দের ঐতিহ্য অনুসারে শেষ পর্যন্ত একটি অভিন্ন প্যানেল চুড়ান্তভাবে প্রার্থিতা বহাল রাখে। ফলশ্রুতিতে প্রত্যক্ষ ভোটদান ব্যতীত সর্বসম্মতভাবে ২০১৯-২০২০ মেয়াদের জন্য নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। হৃদ্যতা, একতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে যথাযথ প্রক্রিয়ায় এমন একটি কার্যকরী কমিটি উপহার দেয়ায় নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্কের প্রাক্তন ও নব-নির্বাচিত কমিটি এবং সাধারণ সদস্যগণ নির্বাচন কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন কার্যকরী কমিটি নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের মাধ্যমে কম্যুনিটির সেবা ও সংহতিপূর্ণ কার্যক্রম আরও বেগমান করার প্রত্যয় ঘোষণা করেন।