নিউজ ডেস্ক,
নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮:
সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৩২জন। বুধবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপণ জারি করেছে।
এর আগে সোমবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে হবে।