ভোরের খুকু
ভোর বেলাতে ভোর পাখিরা
করে কিচিমিচি
তাই তো দেখে সব ফুলেরা
করে হাঁসাহাসি।
সব পাখিরা ডেকে খুকুর
ঘুম ভাংঙ্গিয়ে যায়
তাই তো দেখে বাবা মায়ের
মিষ্টি হাসি পায়।
মায়ে বলে খুকু আমার
অনেক বড় হবে
খুকু যেন সারা দেশে
নাম ছড়িয়ে যাবে।
তাই তো এখন ভোর পাখিরা
ডাকে ভোর বেলা
এখন দেখি শিশুরাই
করে ভোরের খেলা।