রাকিবুল হাসান জয়,
নরসিংদী প্রতিদিন,সোমবার,০৫ নভেম্বর ২০১৮: মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক।
সোমবার (০৫ নভেম্বর) সারাদিনব্যাপী মন বসেনা পড়ার টেবিলে ( ফেসবুক গ্রুপ) সংগঠনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তাতে দেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ক্রিকেটখোর নরসিংদী জোনসহ ১৬টি দল অংশ গ্রহণ করে। গ্রুপ পর্বের এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অারকুর টিম ও রানার্স অাপ হয় ফ্রেন্ডস ক্লাব।
আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মাধবদী শহর অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব সালাউদ্দীন অাহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর জাতীয় শ্রমীক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সহ সভাপতি সেলিম মিয়া, মাধবদী পৌরসভার ৬ নং ওয়ার্ড অাওয়ামীলীগের যুগ্ন-অাহবায়ক সামস্ সুমন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টটি পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মন বসেনা পড়ার টেবিলে সংগঠনের সকল সদস্য বৃন্দ।
: সম্পাদনায়- খন্দকার শাহিন,চীফ এডমিন নরসিংদী প্রতিদিন।