শরীফ ইকবাল রাসেল, নরসিংদী:
সহিংস উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূল নাটক “আলোর পথযাত্রী” নাটক মঞ্চস্ত হয়েছে। এই উপলক্ষে সোমবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে দিশা প্রকল্পের এই নাটকে সামাজিক বিভিন্ন সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে করনীয় বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল (উপ সচিব) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ পরিচালক ড. এটি এম মাহবুব উল করীম (উপ সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম (উপ সচিব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা (উপ সচিব), অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধক্ষ্য প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, সদর উপজেলা নির্বাহী কর্মখর্তা এ এইচ এম জামেরী হাসান, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, শিল্পপতি নিজাম উদ্দীন ভূইয়া লিটন, বাঁধনহারার প্রশিক্ষক কামরুজ্জামান তাপু।
উল্লেখ্য: বাধঁন হারার পরিবেশনায় জেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে নাটকটি মঞ্চস্ত হবে।