নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,সোমবার,১২ নভেম্বর ২০১৮:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ইকবাল পারভেজ।
রোববার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের কাছে জমা দেয়া হয়। ইকবাল পারভেজ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের আইটি সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আড়াইহাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেরো সরকার, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফিরোজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য মো. জালালউদ্দিন, আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ডা. আউয়াল প্রমুখ।