নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার,১৩ নভেম্বর ২০১৮: নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়ন পরিষদের অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী ২০১৮-১৯ অর্থবছরের আওয়তায় ৪০ দিনের মাটির রাস্তার নির্মানে ৩টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সকাল ৯ টায় নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল এ উন্নয়ণ কাজের উদ্বোধন করেন।
রাস্তাগুলো হলো ৮নং ওয়ার্ডের কান্দাপাড়া পাকা রাস্তা থেকে বাহাদুরপুর গোরস্থান, ২নং ওয়ার্ডের জোয়ারিয়াকান্দা পাকা রাস্তা থেকে বাহেরচর মসজিদ হয়ে বাতেনের বাড়ি ও ৪নং ওয়ার্ডের শ্যামতলী নুরউদ্দিনের বাড়ি থেকে লাল মিয়ার বাড়ি পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ ইসহাক মিয়া, ৪ নং ওয়ার্ড মেম্বার মাজহারুল ইসলাম, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আলী হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার হকুল মিয়া, মহিলা মেম্বার রাসিদা বেগম, মরিয়ম বেগম, সেলিনা বেগম, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, মোঃ নজরুল মোল্লা, আঃ বাতেন, সামসুল ইসলাম, শহিদুল্লাহ প্রমূখ