নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার,১৩ নভেম্বর ২০১৮:
আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন অর্ধ ডজন শোবিজ তারকা। ইতোমধ্যে তারা দলটির বিভিন্ন উপ কমিটির বৈঠক করেছেন।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা জাহিদ হাসান, তার স্ত্রী নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌ, চিত্রনায়ক ফেরদৌস, শমী কায়সার ও কণ্ঠশিল্পী মমতাজ যান।
তারা সেখানে ‘নৌকায় ভোট দিন প্ল্যাকার্ড নিয়ে ছবি তোলেন।
জানা গেছে, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা জাহিদ হাসান ও তার স্ত্রী মৌ, চিত্রনায়ক ফেরদৌস, শমী কায়সার ও কণ্ঠশিল্পী মমতাজ আওয়ামী লীগের প্রচার উপ কমিটির বৈঠকে অংশ নেন।
এর আগে আওয়ামী লীগের বিভিন্ন উপ কমিটিতে এসব তারকাদের ঠাঁই দেয়া হয়।