নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার,১৩ নভেম্বর ২০১৮: নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান মাস্টার বিদ্যানিকেতনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১২ নভেম্বর) সকাল ৯ টায় সভায় সভাপতিত্ব করেন মাধবদী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জি: মোঃ মফিজুল ইসলাম, মাধবদী পৌরসভার কান্সিলর শেখ ফরিদ, মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশিষ্ট্য সাংবাদিক মোঃ এমদাদুুল ইসলাম খোকন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম অভি। মাস্টার বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মোমেন সরকারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা ও মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রচার সম্পাদক মোঃ মুছা মিয়া, মোঃ মোফাজ্জল হোসেন প্রধান, মাস্টার বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক সাবিহা বেগম প্রমুখ।