জাহিদ সরকার, নরসিংদী প্রতিদিন, শুক্রবার ১৬ নভেম্বর ২০১৮: ঢাকার নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর,নির্বাচন বানচাল ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকালে জেলা শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল হক রিমনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের ব্রাক্ষন্দী এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নরসিংদী জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন বলেন গতকাল নয়া পল্টনে পুলিশের গাড়ি ভাংচুর করে ও আগুন জ্বালিয়ে সাধারণ মানুষের ওপর হামলা করে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল এটা অতীতের ই ধারাবাহিকতা।
বিগত ২০১৪ সালে নির্বাচনের পরে তাঁরা একই রকম পরিস্থিতি সৃষ্টি করেছিল। বাংলাদেশ সাধারণ জনগণকে পেট্রোল বোমার রাজনীতি উপহার দিয়েছিল।তখন যেমন গর্জে উঠেছিল এবং সমগ্র বাঙালি ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করেছিল ঠিক একই ভাবেভাবে এখনো তাদের প্রতিহত করা হবে এবং ষড়যন্ত্র ভেদ করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে সকলে মিলে কাজ করতে হবে।
# এডমিন: লক্ষন বর্মন।