নিজস্ব প্রতিবেদক, নরসিংদী প্রতিদিন, রবিবার ১৮ নভেম্বর ২০১৮: দীর্ঘ দিনের পরিক্ষিত ত্যাগী, তৃনমূল, নির্যাতিত সাবেক ছাত্রলীগনেতা আব্দুল্লাহ আল মুমিন জীবন বাজি রেখে রাজনীতি করেছেন, তিনি একজন আওয়ামী পরিবারের সন্তান, জননেত্রী শেখ হাসিনার পছন্দের তালিকায় এবার যেহেতু তরুন আর তৃনমূল সেই লক্ষে নরসিংদী ২ পলাশ নির্বাচনী এলাকায় একমাত্র আব্দুল্লাহ আল মুমিন একমাত্র তরুন প্রার্থী, তিনিই সবার আগে প্রচারনায় মাঠে নেমেছেন।
ওনার সাথে যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, তিনি মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন (ইনশাআল্লাহ্)।
# এডমিন: লক্ষন বর্মন।