লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, সোমবার ১৯ নভেম্বর ২০১৮: নরসিংদীর মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাজুমউদ্দিন নামের এক ব্যক্তির বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে গেছে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল। আজ সকালে মাধবদী থানাধীন কোতোয়ালীরচরে স্থানীয় আলমাছ মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়। এসময় নাজুম উদ্দিনের মেয়ের উপর হাত তুলে তারা।
পুলিশ ও ভূক্তভোগীর পরিবার জানায়, মাধবদী থানাধীন কোতোয়ালীরচরের বাসিন্দা নাজুমউদ্দিনের সাথে স্থানীয় আলমাছ মিয়ার ১শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ দন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে আজ সকালে আলমাছ মিয়ার নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল নাজুমউদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা তার একটি ঘর ভেঙে ফেলে এবং আরেকটি ঘরের জিনিসপত্র ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়।
এই হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবী জানিয়েছে ভূক্তভোগী পরিবার।
#