স্টাফ রিপোর্টার, নরসিংদী প্রতিদিন, রবিবার ১৯ নভেম্বর ২০১৮: নরসিংদীর একমাত্র তরুন প্রার্থী আব্দুল্লাহ আল মুমিন হচ্ছেন নরসিংদী ২ পলাশের নৌকার পাহারাদার, যিনি সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং সবার আগে নৌকার প্রচারনায় নেমেছেন।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, এবার শেখ হাসিনার পছন্দের তালিকায় রয়েছে তরুন প্রার্থীরা। তাই তরুন প্রার্থীদেরকে প্রধান্য দেবে বেশি। শুধু তাই নয় এবার কোন দুর্নীতিবাজ পরিবারকে আর নৌকার টিকেট দেওয়া হবেনা এটা স্পষ্ট।
এখন অনেকেই শুধু শুধু মিথ্যা প্রচার করে বলছে নৌকার মনোনয়ন পেয়ে গেছে, নৌকার মনোনয়ন তখনি স্পষ্ট হবে যখন শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্র হাতে পাওয়া যাবে। নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার যা একটি দলের জন্য অশুভনীয়, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন সাধারন নেতা কর্মী।
সর্বশেষে বিশ্বস্ত সুত্র মতে, এখনো নরসিংদী জেলার কোন আসনে কারো মনোনয়ন চুড়ান্ত বা প্রকাশ হয়নি। সবই তাদের মনগড়া অপপ্রচার।
# এডমিন: লক্ষন বর্মন