লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, বুধবার ২১ নভেম্বর ২০১৮: নরসিংদীর মাধবদী থেকে একটি ড্যান্স ক্লাবে অভিযান চালিয়ে ৬০ ক্যান বিয়ারসহ এক যুবককে কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২০ নভেম্বর মঙ্গলবার রাতে মাধবদী থানার পৌলানপুরে অবস্থিত এ প্লাস ড্যান্স ক্লাবে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। এসময় সৈকত নামের এক যুবক কে আটক করা হয়। আটককৃত সৈকত (৩২) মাধবদীর পৌলানপুর এলাকার সরাফত আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাধবদী এ প্লাস ড্যান্স ক্লাবে মাদক বিক্রি হয়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০ পিস বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। উক্ত ড্যান্স ক্লাবে শুধু মাদক নয় দেহ ব্যবসারও যথেস্ট আলামত পাওয়া গেছে। ড্যান্স ক্লাবের আড়ালে তারা মাদক ও দেহ ব্যবসা করে আসছিল। বিয়ার উদ্ধার ও আটকের ঘটনায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।