নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,২৩ নভেম্বর ২০১৮:
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত ৯ টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে মো. শাহজাহান মিয়া সভাপতি ও তারেক মোহাম্মদ লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সমিতির অন্য নির্বাচিতরা হলেন, সহসভাপতি মো. আলমগীর হোসেন, সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোস্তাক, কোষাধ্যক্ষ পারভীন আক্তার, সহসম্পাদক (লাইব্রেরি) সালাহউদ্দিন খন্দকার সোহেল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আবদুল আজিজ মিয়া, সদস্য আয়েশা আক্তার চম্পা, সবিতা রায়, মাসুদ মিয়া, শেখ শাকিল।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০১৯ নির্বাচনে মোট ১১ জন নির্বাচিত হয়। যার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯জন। এরমধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৩৯৬ জন। এর মধ্যে ৩৯২টি ভোট জমা পড়ে।নির্বাচনে সভাপতি পদে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হককে ৪৬ ভোটে পরাজিত করে মো: শাহজাহান মিয়া জয়ী হন। আর সাধারণ সম্পাদক পদে খন্দকার আতাউর রহমানকে ৪ ভোটে পরাজিত করে তারেক মোহাম্মদ লুৎফর রহমান নির্বাচিত হন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক পিপি আবদুল হান্নান ভূইয়া।