নিজস্ব প্রতিবেদক-
নরসিংদী প্রতিদিন,সোমবার,২৬ নভেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে এমন কিছু করবেন না যেন পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।’
সোমবার (২৬ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।
কেএম নূরুল হুদা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনাদেরকে অনেক সময় বিচলিত করে উসকানিমূলক পরিবেশে ফেলে দেয় নানা কারণে। মিসগাইডিং পরিবেশের মধ্যে ফেলে দেয়। সেই অবস্থাগুলো আপনাদের বুদ্ধিমত্তা, দক্ষতা, ক্ষিপ্রতার মাধ্যমে বুঝতে হবে।’
তিনি বলেন, ‘আর্মি, বিজিবি, র্যাবের সাথে টহল দিচ্ছেন, বিভ্রান্ত হওয়া যাবে না। কেন্দ্রের সাথে প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ থাকতে হবে। যোগাযোগটা যত ভাল হবে, বিভ্রান্তকর পরিস্থিতি ততো ভালভাবে মোকাবেলা করতে পারবেন।’
সিইসি বলেন, ‘কখনও ধৈর্যচ্যুত হলে চলবে না। কোন বিভ্রান্তিকর অবস্থায় পড়লে সহনশীলতা থাকতে হবে। বুঝে শুনে অ্যাকশনে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমরা চাই না নির্বাচন কেন্দ্রে কোনো সংঘাত হোক, সেখানে কোনো রক্তপাত হোক, কোনরকম প্রাণহানী হোক। এগুলো সামাল দেয়ার জন্য আপনাদের দায়িত্ব অপরিসীম।’
সিইসি বলেন, নির্বাচনের পূর্বে ও পরে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থাকতে হবে এবং তাদের পরিচালনা করতে হবে। কখনও আইনকানুনের অবস্থা থেকে বিচ্যুত হবেন না।’