এম.শরীফ হোসেন | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,৩০ নভেম্বর ২০১৮: নরসিংদী-২ (পলাশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান দীলিপের পক্ষে উঠান বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধায় আমদিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ১ নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের সদস্য বীর মুক্তিযুদ্ধা সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমদিয়া ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় মহা-সচিব নাজিম উদ্দিন ভূইয়া রিপন।
প্রধান অতিথি তার বক্তব্যে, এ উঠান বৈঠকে কর্মী ও নৌকার সমর্থকদের মাঝে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। পুনঃরায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দীলিপকে ভোটের মাধ্যমে জয়ী করার আহবান জানান।
তিনি কান্দাইল উত্তর পাড়া এলাকা দিয়ে বয়ে চলা সোনামুখি খালের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭ টি ব্রিজ/কালভার্ট স্থাপন,ছেরেন্দা সরকারি প্রাইমারি স্কুল স্থাপন,ভূইয়ুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করন,কান্দাইল বাসষ্ট্যান্ড হতে ছেরেন্দা পর্যন্ত রোডের পাশে সৌর বিদ্যুতায়িত ল্যাম্পপোস্ট স্থাপন,কান্দাইল বাসস্ট্যান্ড এ জেলার প্রধান ও আকর্ষনীয় ভাস্কর্য আল্লাহু চত্বর স্থাপন করাসহ সব উন্নয়নই ওয়ামী লীগ সরকার দ্বারা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আমদিয়া ইউনিয়নসহ সারাদেশের মধ্যে নারীর ক্ষমতায়ন,শিক্ষার মানোন্নয়ন,ঘরে ঘরে বিদ্যুৎ সেবা,দশ টাকা কেজি দরে চাল বিক্রি,সাস্থ্য খাতে উন্নতি, সাধারনের ভোটাধিকার সহ অন্য যে কোন উন্নয়নে শেখ হাসিনা সরকার সফল হয়েছে।
উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সবাইকে এক যোগে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান তিনি।
বৈঠকে ১নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মানিকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বকুল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম উদ্দিন, ২নং ওয়ার্ড মেম্বার আরিফ হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনে নেতাকর্মীরা।