নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,১ ডিসেম্বর ২০১৮: নরসিংদীর মাধবদীতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৫তম রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (১ লা ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের রাইন ওকে মার্কেটে মাধবদী থানা শাখা’র উদ্যোগে কেক কেটে আনন্দঘন পরিবেশ এ বর্ষপূর্তি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছাড়াকার-লেখক ও নিসচা’র মাধবদী থানা শাখার উপদেষ্টা এমদাদুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো: আল-আমিন সরকার, সহ-সভাপতি তৌহিদুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক আহসান হাবীব রোমান,কার্যকরী সদস্য কাজী মেহবুব ইয়াসিন সৃজন ও মোক্তার হোসেন। মাধবদী থানা শাখা নিসচা’র সদস্য সচিব ও থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন এর সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানা শাখা নিসচা’র যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির। আরো উপািস্থত ছিলেন মাধবদী থানা শাখা আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকিম, নুর আলম, আব্দুল কুদ্দুস, আওলাদ হোসেন, হানিফ মাস্টার, ছিদ্দিকুর রহমান ইমন, সবুজ মিয়া, মনির মুন্সি, ডাক্তার আলাল, আবু কালাম, রবিন খাঁন প্রমুখ।
…