মোমেন খাঁন ॥ নরসিংদী প্রতিদিন-
সোমবার,৩ ডিসেম্বর ২০১৮: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা উঠান বৈঠক করেছেন। সোমবার (৩ ডিসেম্বর) শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় বাগান বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে পর্যায়ক্রমে যোশর, সাধারচর, দুলালপুর ও আইয়ুবপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী অংশ নেন।
এসময় সিরাজুল ইসলাম মোল্লাকে জয়ী করতে এলাকার প্রতিটি ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থক ও এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে কমিটি গঠন নির্বাচনী প্রচারনা চালানোর আহবান জানানো হয়। নির্বাচিত হলে শিবপুরের বাকী উন্নয়ন কাজগুলো সমাপ্ত করবেন বলে জানান স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা।
স্থানীয় আওয়ামীলীগ নেতা আইয়ুব মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাসিবুল আলম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, জেলা পরিষদ সদস্য নাজিউর রহমান, যোশর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবদুল হেকিম, যোশর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার, যোশর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহিদুল্লাহ মাষ্টার, আওয়ামীলীগ নেতা মামুনুর রহমান ভুট্টো, যোশর ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যোশর ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান মাষ্টার, যোশর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আব্দুল কাদির শামীম, যুবলীগ নেতা আমানুল্লাহ আমান, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ জিকু প্রমুখ।