নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮:
নির্বাচনের সামনে জাতীয় পার্টির মহাসচিব পদে পরিবর্তন আসলো। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেয়া হয়েছে।
সরকারের অংশীদারিত্ব থাকা সংসদীয় এই বিরোধী দলের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রেসিডিয়াম সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে।
সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিব করেন।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা ও মনোনয়ন বাণিজ্যসহ নানা অভিযোগে হাওলাদারকে সরানোর গুঞ্জন চলছিল।
এর আগেও একবার এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেয়া হয়েছিল। ২০১৪ সালের নির্বাচনের পর রওশন এরশাদের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব করা হয়েছিল।
২০১৬ সালের জানুয়ারিতে জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে টানাপোড়ান শুরু হয়। সেময় রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঘোষণা করায় দলের মহাসচিব বাবলুকে সরিয়ে দিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদারকে আবারও মহাসচিব করেন এরশাদ।