রায়পুরা প্রতিনিধি, নরসিংদী প্রতিদিন, বুধবার ০৪ ডিসেম্বর ২০১৮: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহম্মেদ রাজুর নৌকা মার্কার সমর্থনে চাঁন্দের কান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে স্থানীয় জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন চাঁন্দের কান্দি ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু। উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাচনি সেন্টার কমিটির সভাপতি কে.এম হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মিয়া, রায়পুরা উপজেলার সাবেক বিআরডিবি চেয়ারম্যান এস এম ওবায়দুল হক বাবুল, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ বাবু, চাঁন্দের কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দানেশ আলী, চাঁন্দের কান্দি ইউনিয়নের ইউপি সদস্য মন্নাফ মিয়া, চাঁন্দের কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফিল উদ্দিন আপেল ভেন্ডার, চাঁন্দের কান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ্ খন্দকার মিন্টু, সাধারণ সম্পাদক ইমরান জনি।
সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ করাই মূল লক্ষ্য। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা এবং ভবিষ্যতে দেশের আরও উন্নয়নের জন্য নৌকার পক্ষে ভোট চাইছেন দলের নেতাকর্মীরা।
# এডমিন: লক্ষন বর্মন।