নিজস্ব প্রতিনিধি, নরসিংদী প্রতিদিন, শুক্রবার ৭ ডিসেম্বর ২০১৮: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নরসিংদী সদর মহিষাশুড়া ইউনিয়নে নৌকা মার্কার গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ ৭ ডিসেম্বর শুক্রবার মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী- ১ আসনের আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী লে, কর্ণেল (অব;) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এই গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান ডা: এনামূল হক শাহীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এর সহধর্মিণী ফারজানা নজরুল।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন শিশির, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন কবির ভূইয়া, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ডা; আলাউদ্দিন সোহান আলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মিয়া, ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানসহ স্থানীয় নেত্রী বৃন্দ।