স্বপন দাস বিজয়-কবিতা
শান্তি এখন নাইরে দেশে
শান্তি গেছে বালাই
চলো এবার দেশটা ছেড়ে
অন্য কোথাও পালাই।
চারিদিকেতে জ্বলছে আগুন
জ্বলছে আগুন জ্বলছে
জনগণ নাইরে সুখে
দেশের মানুষ বলছে।
নিত্য কিছুর দাম বেড়েছে
নাই পকেটে টাকা
ডিজিটালের সুর তুলে আজ
হাত করছে ফাকা।
দিন গিয়েছে বদলে নাকি
বলছে ওরা বলছে
চেয়ে দেখি দেশটা জুড়ে
জ্বলছে আগুন জ্বলছে।