শরীফ ইকবাল রাসেল:
“সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী শিল্পকলা একাডেমীর আয়োজনে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব উদ্বোধন করা হয়েছে।
রোববার সন্ধায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এই উৎসবের উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, সুস্থ্য বিনোদন মানুষকে সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই চলচ্চিত্র দেশের প্রতিটি সংগ্রামের সাথে জড়িত থেকে সহায়তা করেছে। বিনোদনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় আলোচনা করেন স্থানীয় সরকার উপপরিচালক ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও জেলা কালচারাল কর্মকর্তা শাহেলা খাতুন।
উদ্ধোধনী দিনে ঘ্রাণ, গণিকা, তৃত্বীয় সূত্রসহ প্রায় ১০টি স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হয়েছে। উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।