নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮:
রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ‘দৈনিক ৭১ ডট কম’ নামের একটি অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। রবিবার (৯ ডিসেম্বর) সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
খুদে বার্তায় বলা হয়েছে, রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে ‘দৈনিক ৭১ ডট কম’-এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নুরকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ব্রেকিংনিউজকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারণার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে কখন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।