লক্ষণ বর্মন | নরসিংদী প্রতিদিন-
১০ ডিসেম্বর ২০১৮: নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব প্রতীক বরাদ্দ দেন। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়ে প্রতীক বরাদ্দ নেন।
প্রতীক বরাদ্দ নিতে এসে নরসিংদী-২ আসনে বিএনপি(ঐক্যফ্রন্ট) মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রার্থী থেকে শুরু করে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিদের নিরপেক্ষ আচরণের কোন বিকল্প নেই। বিএনপি’র নির্বাচনী ইশতেহারে খালেদা জিয়া ঘোষিত ভিশন টুয়েন্টি-থার্টি’র (২০৩০) প্রতিফলন থাকবে বলেও জানান তিনি।