নিজস্ব প্রতিবেদক, নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার ১১ ডিসেম্বর ২০১৮: নরসিংদী ৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা শো-ডাউন করেছেন। আজ মঙ্গলবার দিনভর নির্বাচনী এলাকা শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাড়ীবহর নিয়ে শো-ডাউন শেষে একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
তার অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন সিরাজুল ইসলাম মোল্লা। তিনি মঙ্গলবার দলীয় অনুসারী কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী এলাকাজুড়ে শোডাউন, উঠান বৈঠক ও প্রচারনা চালিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তাকে সিংহ প্রতীকে নির্বাচিত করার আহবান জানান।
এসময় প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। মনোনয়ন বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থী হওয়ার ইচ্ছে আমার ছিলো না। কিন্তু দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অনুরোধেই আমি স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। বিগত নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে ও এলাকাবাসীর সুখে দুখে পাশে ছিলাম বলে জনগণ আমার সঙ্গে ছিলেন। আশা করি এবারও শিবপুরের জনগণ উন্নয়নের স্বার্থে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন।