শরীফ ইকবাল রাসেল, বুধবার,নরসিংদী:
“ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা” এই শ্লোগানকে ধারণ করে সারা দেশের ন্যায় নরসিংদীতে পালিত হয় ডিজিটাল বাংলাদেশ দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন ও বিতর্কপ্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার লুবনা ফারজানা, সহকারী কমিশনার শাহরুখ খান, তাহমিনা সুলতানা, ফাহমিদা সিলভিয়া সহ শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।