স্টাফ রিপোর্টার, নরসিংদী প্রতিদিন, বুধবার ১২ ডিসেম্বর ২০১৮: নরসিংদী-৩ শিবপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে ডাকবাংলো এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় শিবপুর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় তিনি আরো বলেন, বিগত নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে ও এলাকাবাসীর সুখে দুখে পাশে ছিলাম বলে জনগণ আমার সঙ্গে ছিলেন। আশা করি এবারও শিবপুরের জনগণ উন্নয়নের স্বার্থে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এ কে নাসিম আহমেদ হিরন, নাছিমা সুলতানা, নাসির উদ্দিন সরকার, এ কে বশির আহমেদ বাবলুসহ শিবপুরের স্থানীয় আপামর জনগণ।