রায়পুরা প্রতিনিধি, নরসিংদী প্রতিদিন, বুধবার ১২ ডিসেম্বর ২০১৮:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকা মার্কাকে বিজয়ের জন্য নির্বাচনি দিকনির্দেশনা দিতে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় সেরাজ নগর এম.এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু বলেন, বিএনপি নির্বাচনের নামে তাদের প্রার্থীদের সাথে মনোনয়ন বাণিজ্য করেছে। দলটি টাকার বিনিময়ে অপরিচিত অযোগ্য লোককে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে যাদের এলাকায় কোন পরিচিতি নেই। তিনি আরো বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
কর্মী সভায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আ.লীগের সদস্য সালাউদ্দিন আহমেদ বাচ্চু, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ,
পৌর আ.লীগের সভাপতি মাহাবুবুল আলম শাহীন, উপজেলা যুবলীগ সভাপতি মিলন মাষ্টার ও সেক্রেটারী আলমগীর কবির সরকার, চরাঞ্চল উন্নয়ন কমিটির সদস্য সচিব বেলাল আহমেদ,উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মাসুদুর রহমান মাসু ও সহসভাপতি ডা: মোগল হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মোতালিব, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, রায়পুরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম, মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর সরকার, , মির্জাপুর ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ভূইয়া,আলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূইয়া মাসুদ, শ্রীনগর ইউ.পি সাবেক চেয়ারম্যান রিয়াজ র্মোশেদ খান রাসেল, উপজেলা ছাএলীগের সভাপতি আসাদুল হক শাকিল, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, পৌর ছাএলীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পৌর ছাএলীগের সাংগঠনিক সম্পাদক দিপু আহমেদ দিপু, কলেজশাখা ছাএলীগের সভাপতি রমজান আহমেদ, সাধারন সম্পাদক জাকির হোসেন স্বাধীন প্রমুখ।
# নরসিংদী প্রতিদিন- লক্ষন বর্মন/ বাদশা খান