নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার,১৩ ডিসেম্বর ২০১৮: নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আওয়ামীলীগের প্রার্থীর রঙিন বিল বোর্ড ও পোস্টার রয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
আওয়ামীলীগের নেতারা যে সমস্যাগুলো করছে এর পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুলিশ সহযোগিতা করছে। সর্বোপরি লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বুঝায় তার সঠিক বাস্তবায়নের দাবি জানিয়েছি।
একই আসনে সিপিবির মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী হাফিজুল ইসলাম বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। এখনও আওয়ামীলীগের প্রার্থীরা ভয় ভীতি দেখাচ্ছে। ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও প্রভাশালীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে। কিন্তু নিরাপত্তার ভয়ে তাদের বিরুদ্ধে অভিযোগও দিতে পারছি না। এ সব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি।
#