পলাশ প্রতিনিধি, নরসিংদী প্রতিদিন, শুক্রবার,১৪ ডিসেম্বর ২০১৮:
নরসিংদীর পলাশে উপজেলা স্বেচ্ছা সেবকদলের সাধারণ সম্পাদক কাউছার গাজী, সিনিয়র সহ-সভাপতি শামীম মিয়া, সহ সভাপতি কাজল হোসেন ও ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকদলের সভাপতি আল-মাদানসহ প্রায় এক শতাধিক বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগ দিয়েছেন।
গত (১২ ডিসেম্বর) বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঘোড়াশাল ২ সং ওয়ার্ড যুবলীগের আয়োজনে উপজেলার তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণে একাদশ সংসদ নির্বাচনি উঠান বৈঠকে এ যোগদান দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের নৌকার মাঝি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও বিএফএ এর পরিচালক এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার প্রমূখ।