নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন- মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ :
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার নলকা ইউনিয়নের হোঁড়গাতী গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে কে বা কারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তার।
খবর পেয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো. তাজুল হুদা মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি দুটি বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেন।
তিনি জানান, ‘মুক্তিযোদ্ধা ওয়াহেদ মৌখিকভাবে পুলিশকে জানালেও থানায় লিখিত অভিযোগ জমা দেননি। থানায় লিখিত অভিযোগ দেবার পর বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।’