রকমারি ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,১৯ ডিসেম্বর ২০১৮:
চলছে নির্বাচনের মৌসুম। যদি প্রশ্ন করা হয় নির্বাচন আসলে কি? উত্তরটাও বেশ সোজা। সহজ কথায় নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। নির্বাচন নিয়ে বা নির্বাচনের ব্যাখ্যা নিয়ে নানা মানুষের নানা মত রয়েছে। রয়েছে নানা ব্যাখ্যা।
তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু বিখ্যাতদের মতামতটাই থাকে। নির্বাচন নিয়ে বিখ্যাতরা একেকজন একেক উক্তি করেছেন। পাঠকদের জন্য তার কয়েকটি তুলে ধরা হলো:
‘নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণকে ধোঁকা দেয়ার জন্য। যেখানে বলা হয় তারাও সরকারের একটি অংশ।’ -জেরাল্ড এফ লিবারম্যান, ফ্রিল্যান্স লেখক
‘আমরা সব সময়ই আশা করি নির্বাচনে যেন সবচেয়ে যোগ্য প্রার্থীরই জয় হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কখনোই সেটা হয় না।’ -উইল রজার্স, মার্কিন রম্য লেখক ও অভিনেতা
‘প্রতিটি নির্বাচন থেকে আমরা কি শিখি? আমরা এটাই শিখি যে, আগের নির্বাচন থেকে আমরা কিছুই শিখিনি।’ –জেরাল্ড বারজান, রম্য লেখক
‘সবচেয়ে ভাল ব্যক্তিকে ভোট দেয়ার চেষ্টা করবেন না। তাকেই ভোট দিন যে সবচেয়ে কম ক্ষতিসাধন করবে।’ –ফ্র্যাঙ্ক ডেন, ব্রিটেনের নির্বাক চলচ্চিত্র যুগের অভিনেতা
‘দেশের জনগণের জন্য এটা জানাটাই যথেষ্ঠ যে, দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যারা ভোট দেয়, তারা কোন ব্যপারে সিদ্ধান্ত নেয় না। যারা ভোট গণনার দায়িত্বে নিয়োজিত থাকে, তারাই সিদ্ধান্ত নেয় ফলাফল কি হবে।’- জোসেফ স্টালিন, সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট
‘পলিটিক্স’ শব্দটির ‘পলি’ (poli) হচ্ছে লাতিন শব্দ, যার অর্থ ‘অনেক বা বহু’। আর ‘টিক্স’ (tics) হচ্ছে রক্তচোষা পোকা (উকুন)।’- রবিন উইলিয়াম, মার্কিন কৌতুকাভিনেতা
‘রাজনীতিবিদরা বিশ্বের সব জায়গায় একই রকম। তারা আপনাকে বিশাল সেতু বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিবে, যেখানে হয়তো কোন নদীই নেই।’-নিকিতা ক্রুশ্চেভ, সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট
‘নির্বাচন যুদ্ধের মতোই ভয়াবহ। প্রথমটিতে মানুষ রক্তস্নাত হয়, আর দ্বিতীয়টিতে কাদায় মাখামাখি হয়ে যাবার মত অবস্থা হয়।’-জর্জ বার্নার্ড শ, আইরিশ লেখক,নাট্যকার, প্রাবন্ধিক, ছোটগল্পকার