নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২০ ডিসেম্বর ২০১৮:
গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও মাহেন্দ্রর মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী গোল্ডেন লাইনের একটি বাসের সঙ্গে স্থানীয়ভাবে তৈরি থ্রি-হুইলার মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাসযাত্রী, মাহেন্দ্র যাত্রী ও পথচারী রয়েছেন বলেও জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।