সাহিল সারোয়ার | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২০ ডিসেম্বর ২০১৮: এককালে বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তারই উত্তাপ নারায়নগঞ্জ-২ এখন প্রতিবেশী জেলা নরসিংদীর মাধবদীতেও। নির্বাচনী প্রচারণায় প্রায়ই বিশাল গাড়িবহর নিয়ে মাধবদীর উপর দিয়ে ছুটছেন বিএনপি মনোনীত এ প্রার্থী।
মাধবদীতে, নরসিংদী সদর আসনে বিএনপি প্রার্থীর কোন প্রচারণা না থাকায় (এই আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন নাশকতার মামলায় জেলে) নারায়নগঞ্জের প্রার্থীর এ প্রচারণায় ব্যাপক আলোচিত তিনি। আড়াইহাজার ঘুরে জানা যায়, দফায় দফায় ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের তীব্র বাঁধা ও হামলার শিকার হলেও সব উপেক্ষা করে দিনরাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির এ প্রার্থী। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সকল এলাকায় অবিরাম গণসংযোগ ও নির্বাচনী কর্মযজ্ঞ চালাচ্ছেন। এরই মধ্যে তার ঐকান্তিক প্রচেষ্টায় ও চলমান গন সংযোগে প্রাণ ফিরেছে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝে।
এ আসনে বিএনপি থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু নানা কারণে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আসনটি হাত ছাড়া হয়ে যায়। তখন থেকে এ আসনটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবু। এর পর থেকে ঝিমিয়ে পড়তে থাকে দলটির স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনটি (আড়াইহাজার) পুনরুদ্ধারে বেশ আশাবাদী স্থানীয় নেতা-কর্মী ও বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
নজরুল ইসলাম আজাদ বলেন, ‘এবারের নির্বাচনে সাধারণ মানুষের ভোট দেয়ার সুষ্ঠ পরিবেশ বজায় থাকলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ ১/১১ সরকারের আমল থেকেই তিনি বিএনপি দলের নেতাকর্মীর পাশে রয়েছেন এমন দাবী করে জানান, ‘চলমান এ আন্দোলনে নিজের জীবনবাজি রেখে রাজপথে লড়াই চালিয়ে ধানেরশীষের বিজয় ছিনিয়ে আনবো। পাশাপাশি দেশমাতাকে কারামুক্ত করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।’