স্টাফ রিপোর্টার, নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার ২০ ডিসেম্বর ২০১৮: নরসিংদী-৩ (শিবপুর) আসনে এখনও প্রতিদ্বন্দ্বিতায় অটল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
(১৯ ডিসেম্বর) বুধবার তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে জয়নগরে উঠান বৈঠক করে তার সিংহ প্রতীকে ভোট চেয়েছেন।
এসময় তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে তার সিংহ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করে বলেন, ‘নৌকার প্রার্থী জহিরুল হক মোহন নিজেও আমার সিংহ প্রতীকের পোস্টার ছিঁড়েছেন। পোস্টার ছেঁড়া, ক্যাম্প ভাঙচুরসহ নানা ধরনের হয়রানি, উস্কানি তারা দিয়ে যাচ্ছে। আমার কর্মী-সমর্থকরা প্রতিদিন আমাকে এসব খবর দিচ্ছেন। কিন্তু আমি বলেছি, আপনারা তাদের সঙ্গে উশৃঙ্খল হবেন না। আমার পোস্টার যতই ছিঁড়বে, ততই আবার লাগাবেন। আপনারা যারা আমার লোক কেউ নৌকার পোস্টার ছিঁড়তে যাবেন না। নৌকার পোস্টার ছিঁড়লে আমি কষ্ট পাই, ব্যথিত হই, কেননা আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।’
তিনি আরও বলেন, ‘আমাকে মনোনয়ন দেয়া হচ্ছে মিডিয়ায় আসা এমন খবরে শিবপুরবাসী খুশি হয়েছিলেন। কিন্তু আমাকে মনোনয়ন দেয়া হয়নি। এতে নেতাকর্মীরা হতাশ হয়েছেন। আমি আর নির্বাচন করব না বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শিবপুরের তৃণমূলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনুরোধে সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। ৩০ ডিসেম্বর ইনশাল্লাহ বিজয়ী হব।’
জয়নগরে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় আওয়ামী লীগের (একাংশ) নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
(নরসিংদী প্রতিদিন/২০ডিসেম্বর/এলবি)