নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন- বৃহস্পতিবার,২০ ডিসেম্বর ২০১৮:
বাংলাদেশের মতো গোটা পৃথিবীতে ২০১৮ সালে জাস্টিস (বিচার) শব্দটি আলোচিত ছিল। তথ্যসূত্রমূলক অভিধানগ্রন্থ মেরিয়াম-ওয়েবস্টারে এই শব্দটি চলতি বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে।
তাই শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে এই প্রকাশনা সংস্থা।
দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে ‘জাস্টিস’ শব্দটি বাংলাদেশে আলোচনার জন্ম দেয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত হয় ঢাকাসহ সারা দেশ।
বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ‘জাস্টিস’ শব্দটি মানুষের মুখেমুখে ছিল। অভিবাসন, ট্রাম্প প্রশাসনের অনিয়মসহ নানা কারণে এই শব্দটি ব্যবহৃত হয়েছে।
অভিধানের বিভিন্ন ওয়েবসাইট প্রতিবছর তাদের সেরা শব্দ নির্বাচন করে। অক্সফোর্ডের বিচারে সেরা শব্দ হয়েছে ‘টক্সিক’।
মেরিয়াম-ওয়েবস্টারের সম্পাদক পিটার সোকোলস্কি এএফপিকে বলেন, “চলতি বছর জাস্টিস শব্দটি ক্রমাগত আমাদের ওয়েবসাইটে শীর্ষে ছিল।”
বহুল পরিচিত শব্দ হলেও মানুষ নানা কারণে এটি সন্ধান করেছে। কীভাবে বাক্যে ব্যবহার করতে হয়, উচ্চারণ কী, কোথায় প্রয়োগ যুক্তিসঙ্গত- এসব জানতে চেয়েছে মানুষ।
জাস্টিস শব্দের বহুবিদ ব্যবহার রয়েছে। প্রায়োগিক এবং আইনি পরিসরে মূলত শব্দটি বেশি ব্যবহৃত হয় যার প্রধান আভিধানিক অর্থ ন্যায়বিচার। তবে এ বছর বিভিন্ন আন্দোলনে শব্দটির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে।