রনি মোহাম্মদ, পর্তুগাল থেকে | প্রবাস প্রতিদিন- বৃহস্পতিবার,২০ ডিসেম্বর ২০১৮: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগাল এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাহের আহমেদ এর সভাপতিত্বে এবং মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সাইদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও কমিউনিটি ব্যক্তিত্ব কবি মোরশেদ কমল ও শাহিন সায়ীদ। আরো উপস্থিত ছিলেন ইকবাল সোবহান, মহিউদ্দিন সুমন, মোহাম্মদ রাসেল, মোঃ সম্রাট, আসমত আলী, আবদুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং যে লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল তা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদ সকলের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।