শোবিজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন- বৃহস্পতিবার,২০ ডিসেম্বর ২০১৮:
দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে শাকিব খান ও ববি অভিনীত চলচ্চিত্র ‘নোলক’। যদিও প্রযোজক পরিচালক দ্বন্দ্বের কারণে পিছিয়েছে ছবির কাজ।
শেষ মুহূর্তে এসে ছবির হাল ধরেছেন প্রযোজক সাকিব সনেট। তার পরিচালনায় প্রায় শেষের পথে ছবির কাজ। এর মধ্যেই ছবির টাইটেল গানে কণ্ঠ দিলেন সংগীত পরিচালক জে কে মজলিশ।
এই গানের মাধ্যমে দীর্ঘ সময় পর প্লে ব্যাকে ফিরলেন জে কে মজলিশ। এ প্রসঙ্গে তিনি বলেন ‘আসলে গানটি আমার করার কথা ছিল না।
কিন্তু ডেমো তৈরির পর সবার অনুরোধে আমিই গেয়েছি। চেষ্টা করেছি আমি আমার সর্বোচ্চটুকু দেয়ার।’
পরিচালক সাকিব সনেট বলেন, ‘জে কে’র গলায় গানটি দারুণ মানিয়েছে। তাই আর অন্য কাউকে দিয়ে গাওয়াইনি।’ টাইটেল গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ। সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন জেকে।
বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ছবিটিতে শাকিব খান-ববি ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমরসানী, তারিক আনাম খান, শহিদুল আলম সাচ্চু, নিমা রহমান, রেবেকা প্রমুখ।