লক্ষন বর্মন | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২১ ডিসেম্বর ২০১৮: আওয়ামীলীগ প্রার্থীদের বিরুদ্ধে হামলা, গাড়ী- মোটরসাইকেল ভাংচুর ও গায়েবি মামলায় হয়রানির অভিযোগ এনে নরসিংদীর ৫টি আসনের বিএনপি প্রার্থীদের সংবাদ সম্মেলন করেছেন।
আজ শুক্রবার সকালে নরসিংদী জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে বিএনপি’র প্রার্থীরা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন।
এসময় বিএনপির প্রার্থীরা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ এর প্রার্থীদের সমর্থক হিসেবে নির্বাচনের মাঠে কাজ করছে পুলিশ। পুলিশ গায়েবি মামলায় বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেপ্তারসহ ফোন করে এবং বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে নরসিংদী জেলা বিএনপি।
এ ছাড়া এইজেলার আওয়ামীলীগ প্রার্থীর লোকজনের বিরুদ্ধে পোস্টার-ব্যানার ছিড়ে ফেলা, নির্বাচনী অফিস ভাংচুর, গাড়ী বহরে হামলা ও মোটরসাইকেল এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি এড. বাছেদ ভূইয়া,কারাবন্দি খায়রুল কবির খোকন এর পক্ষে তার সহধর্মীনী শিরিন সুলতানা (নরসিংদী -১), আব্দুল মঈন খান (নরসিংদী -২ পলাশ), মঞ্জুর এলাহি (নরসিংদী -৩ শিবপুর), সরদার সখাওয়াত হোসেন বকুল (নরসিংদী -৪ বেলাব-মনোহরদী), ইঞ্জিনিয়ার আরশাফ উদ্দিন বকুল (নরসিংদী -৫ রায়পুরা)সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।